8:47 PM, 12 November, 2025

হোসেনপুরে বিএনসিসির ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

Messenger_creation_803248EA-C86A-4E74-AA8B-7222F2296648

হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ২ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্টের “ফায়ার ফাইটিং প্রশিক্ষণ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় এবং হোসেনপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে কলেজ প্রাঙ্গণে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যার সার্বিক তত্বাবধানে ছিলো হোসেনপুর সরকারি কলেজ।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল বাসেত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সেঃ লেঃ মোঃ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেঃ লেঃ প্রীতবাস সরকার বিএনসিসিও হোসেনপুর সরকারি কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেঃ লেঃ রমজান আলী, পিউও মতিউর রহমান, টিইউও ওমর ফারুক, তৌহিদুলইসলাম ও ফায়ার সার্ভিসের পরিদর্শক সুশান্ত কুমার দে মন্ডল।

প্রশিক্ষণে ২ বিএনসিসি ব্যাটালিয়নের অধীন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের অগ্নি নির্বাপণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।