কিশোরগঞ্জ অফিস:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় 'পাকুন্দিয়া চক্ষু হাসপাতাল' এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
আজ রবিবার পাকুন্দিয়া মহিলা কলেজ গেইট সংলগ্ন নতুন ভবনে উক্ত উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব কফিল উদ্দিন এর সভাপতিত্বে, পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজার শাহ আলম বিশাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।
ভবনটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর এ আলম খান।

এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে হাসপাতালটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্যরা। এসময় আরও দিক নির্দেশনামূলক মতামত প্রদান করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃন্দ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম