যমুনায় টাঙ্গাইল অংশে বাঁধের কাজ শুরু আগামী বছর: জাহিদ ফারুক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদীভাঙন রোধে প্রকল্প এরই মধ্যে একনেকে পাস হয়েছে। এই বর্ষার আগে বাঁধ নির্মাণকাজ শুরু করতে না পারলেও সামনের বছর বর্ষার আগে কাজ শুরু হবে।
আগামী বছর থেকে যমুনা নদীর টাঙ্গাইলের অংশে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন রোধে প্রকল্প এরই মধ্যে একনেকে পাস হয়েছে। এই বর্ষার আগে বাঁধ নির্মাণকাজ শুরু করতে না পারলেও সামনের বছর বর্ষার আগে কাজ শুরু হবে। বাঁধ নির্মাণের কাজ শেষ হলে নদীভাঙন আর থাকবে না।
নদীর তীরে আমরা ইস্পাত দেব যেন ঢেউ এসে বাঁধ ভাঙতে না পারে। আমাদের সমীক্ষা হলো সবকিছু বোঝার পর আমরা কাজ শুরু করব। আশা করি, আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণের কাজ শুরু করতে পারব।
এ সময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.