প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৯:১১ পি.এম
আমাদের ভোটাধিকারের জন্য লড়াই করতে হবে- মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই মুক্তি আওয়ামী লীগের মাধ্যমে হবে না, বিএনপির মাধ্যমে তো হবেই না। তারা সবাই আমেরিকার দালাল হয়ে গেছে, ভারতের বিজেপির দালাল হয়ে গেছে। তারা সবাই লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষাকারী দল হয়ে গেছে। জনগণের শক্তিকে ফিরিয়ে ও ক্ষমতায় আনার জন্য ঘরে ঘরে প্রস্তুত হন, বিজয় আমাদের হবেই।
আজ রবিবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা (সিপিবি)
কমিউনিস্ট পার্টি আয়োজিত লাল পতাকা মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, আটার দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। কিন্তু কৃষক ফসল উৎপাদন করে ফসলের দাম নাই। এইভাবে আমাদের উপর জুলুম অত্যাচার চলছে। আমাদের ভাতের জন্য লড়াই করতে হবে, ভোটের জন্য লড়াই করতে হবে। কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী শক্তিকে এখন ক্ষমতায় আনতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে কিংবা কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
লড়াইয়ে গ্রামে গ্রামে প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যেহেতু দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই দলীয় সরকারের অধীনে কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না। সারাদেশে কমিউনিস্ট পার্টি আওয়াজ তুলেছে এই আওয়ামী দুঃশাসন হটাও। প্রয়োজনে বিকল্প শক্তি গড়ে তোলা হবে, যেটা মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের ধারায় দেশকে গড়ে তুলবে।
সেলিম বলেন, অনেকেই প্রশ্ন করেন, আওয়ামী লীগকে অপসারণ করে কাকে ক্ষমতায় বসানো হবে? না কি আবারো বিএনপি জামাত, হাওয়া ভবনের দুঃশাসন ফিরিয়ে আনা হবে। সেই প্রশ্নের উত্তরে বলছি, আওয়ামী লীগকে অপসারণ করে কমিউনিস্ট দেশ শাসন করবে। সেই লক্ষ্য নিয়েই এখানে এসেছি। কোনো বক্তব্য দিতে নয়, একটা আন্দোলনের সূচনা করতে এসেছি। এই সমাবেশ থেকে বাড়িতে ফিরে, জেলায় জেলায়, থানা, ইউনিয়ন, গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে আন্দোলনের দূর্গ তৈরি করতে হবে। সেই শক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারকে অপসারণ করে বাম নেতৃত্বের মাধ্যমে দেশ প্রেমিক, সৎ সরকার কায়েম করতে হবে।
সভায় জেলা সিপিবির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড কাফি রতন, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, রানীশংকৈল সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পীরগঞ্জের সাধারণ সম্পাদ মর্তুজা আলম, বালিয়াডাঙ্গী কমিটির সাধারণ সম্পাদক মুসলেম উদ্দীন, সদর উপজেলা সাধারণ সম্পাদক অনিল রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নেরসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এর আগে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম