কুড়িগ্রামে ঈদ উপলক্ষ্যে চাল পেলেন পৌনে ৫ লাখ পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রামে দুস্থ ও অসহায় প্রায় পৌনে ৫ লাখ পরিবারকে চাল সহায়তা দেওয়া হয়েছে। যা এ পর্যন্ত জেলায় সর্বোচ্চ বরাদ্দ।জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলার ৯ উপজেলার ৭৪টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভার ৪ লাখ ৭০ হাজার ৭০৫টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ৫৭ হাজার ৪৬৩ পরিবার, ভূরুঙ্গামারীতে ৫৬ হাজার ৩৩৫ পরিবার, নাগেশ্বরীতে ৮১ হাজার ২৩৩ পরিবার, ফুলবাড়ীতে ৩৮ হাজার ৭৩৪ পরিবার, রাজারহাটে ৪৩ হাজার ১৭৪ পরিবার, উলিপুরে ৮৩ হাজার ২৩৪ পরিবার, চিলমারীতে ৩০ হাজার ৩৯০ পরিবার, রৌমারীতে ৪৮ হাজার ১১১ পরিবার ও রাজিবপুরে ১৯ হাজার ৭০৮ পরিবার রয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবার, উলিপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবার ও নাগেশ্বরী পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার সহায়তা পেয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলায় এবার এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ এসেছে। চলতি এপ্রিল মাসের ২০ তারিখ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডভিত্তিক উপকারভোগীদের মধ্য চাল বিতরণ শুরু হয়েছে। বিতরণ কার্যক্রম এখন শেষের দিকে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিতরণ কাজ পুরোপুরিভাবে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ইউনিয়নভিত্তিক ট্যাগ অফিসার হিসেবে একজন করে সরকারি কর্মকর্তা উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণে নিয়োজিত আছেন। ফলে এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
