প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২২, ৭:৫৫ পি.এম
পাবনার বেড়া উপজেলার বেড়া বাজারে আগুন, পুড়েছে ১০-১২ টি দোকান
পাবনার জেলার বেড়া উপজেলার বেড়া বাজার এ অগ্নিকান্ডে পুড়েছে প্রায় ১০-১২ টি দোকান ২৩ মার্চ দিবাগত ২২ মার্চ রাত আনুমানিক ১:২০ মিনিট এ অগ্নিকাণ্ডটি ঘটে।
বেড়া ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করা হলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় টানা তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ইউনিট।
গোধুলি রেস্টুরেন্ট,উজ্জ্বল স্টুডিও,মানিক বাইক পয়েন্ট,তুলার দোকান,প্লাস্টিকের পন্যের দোকান ও কসমেটিকসের দোকানসহ পুড়ে যায় প্রায় ১০-১২ টি দোকান।
বেড়া ফায়ার সার্ভিস ইউনিট স্টেশন অফিসার নাজমুল হুদা রুমন দেশের বার্তা টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত কিভাবে জানা যায়নি। তবে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
তিনি আরো জানান, উক্ত অগ্নিকাণ্ডে যে সকল দোকানগুলো পুড়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ৮০ লক্ষ টাকা। তবে উক্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম