ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে “দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ” এর সহযোগিতায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রত্যেকেই নারী দিবস উপলক্ষে বক্তব্য উপস্থাপন করেন। তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন ও নারী-পুরুষ সমতা নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.