রাজধানীর রূপনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু। শুক্রবার (৪ মার্চ) বিকালে রূপনগর থানার বিরুলিয়া সাদি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিলন হোসেন (২২), হারুন (১৭) ও শামিম হোসেন (১৮)।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জানান, মিলন ফুটপান্ডায় খাবার সরবরাহের কাজ করতেন। হারুন ও শামিম একটি মোটর গ্যারেজে কাজ করতেন।
বিকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিরুলিয়ায় এক তেল পাম্পের কাছে যাওয়া মাত্রই পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে হারুন মারা যান।
তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় মিলন ও শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আর শামীম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢামেক হাসপতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিলন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। শামিম চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান। নিহত ৩ জনের লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম