হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
হোসেনপুর উপজেলার ২ নং সিদলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌদার মীরপাড়া গ্রামে দাদন শাহ ও ইসহাক শাহ নামে মানুষের তৈরি এক কৃত্রিম মাজারকে কেন্দ্র করে ইমাম উলামা ও তাওহীদী জনতা মিলে এক মানববন্ধনের ডাক দেয়। এতে ইমাম উলামার পাশাপাশি সাধারণ জনগণও এই মানববন্ধনে শরীক হয় এবং এই ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।
হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মাওলানা কারীমুল্লাহ এর পরিচালনায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাজারে ওরসের নামে পূজা জুয়া গাঁজা এবং বেগানা নারী দিয়ে অশ্লীল গানের কুফল তুলে ধরেন।
হযরত মাওলানা মুফতি আল-আমিন সাহেব বলেন, আমার বয়স প্রায় ৬০ বছর আর আমার বাড়ি ওদের তৈরি মাজার থেকে প্রায় ১৫০ মিটার দূরে। আমি এতবছরে কোনদিন শুনিনি ওখানে দাদন শাহ নামে কোনো লোক ছিলো। এটা ওদের তৈরি একটা কাল্পনিক চরিত্র মাত্র। আগে কোনদিন এমন ছিলোনা কিন্তু ৫-৭ বছর ধরে একটা মহল তাদের স্বার্থ হাসিলের জন্য ইসলামের নামে শিরক ও বিদআতের খেলায় লিপ্ত হয়েছে। মাজারের নাম দিয়ে প্রতিবছর এখানে কবরে সিজদা করা হচ্ছে, গাঁজা জুয়ার আসর বসানো হচ্ছে, মহিলা দিয়ে অশ্লীল গান করানো হচ্ছে। আমি স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে ওদেরকে ৩-৪ বছর ধরে নিষেধ করে আসতেছি এবং এটা বন্ধের অনুরোধ করে আসছি কিন্তু বারবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এটা চলতে দেয়া যায়না, এমন চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে, আমাদের ইসলাম প্রশ্নবিদ্ধ হবে।
আরেকজন বলেন, দাদন শাহ নামে ওখানে আসলেই কোনো লোক ছিলোনা। আর ইসহাক শাহ যাকে বলা হচ্ছে সে আসলে কোনো অলী আউলিয়া পীর বূযুর্গ ছিলোনা। ইসহাক ছিলো সাধারণ একজন মানুষ যে নদীতে নৌকার মাঝি ছিলো এবং মাঝে মাঝে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পাটা কাটার কাজ করতো আর সন্ধ্যা হলেই বাড়িতে বসে গাঁজা খেতো। ইসহাক মারা গেছে প্রায় ২০-২৫ বছরও হয়নি আর তাকেও বানিয়ে ফেলছে অলী আউলিয়া। আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহবান জানাই যেনো মাজারের নামে এই ভণ্ডামি চিরতরে বন্ধ করে দেয়। সেইসাথে তাদের তৈরি এই সৃষ্ট মাজার সম্পর্কে সঠিক ও সুষ্ঠ তদন্ত করে কঠিন একটা ব্যবস্থা নেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-হযরত মাওলানা মুফতি আলী হোসাইন নূরী, আল-আমীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, সমাজসেবক এস এম মিজানুর রহমান মামুন, মাওলানা লুৎফর রহমান হোসাইনী, বরকতুল্লাহ, হারুন রশীদ, এমদাদুল্লাহ বাকী, আমজাদ হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা ওরসের নামে জুয়া, গাঁজা ও অশ্লীল মেলা বন্ধ করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম