3:40 AM, 13 November, 2025

কোম্পানীগঞ্জে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

20190503_211837
সেচ্ছায় করি রক্তদান,,,
হাসবে রুগী বাঁচবে প্রান,,,
রুগী মোদের জাতী ভাই,,,
রক্ত দিতে ভয় নাই।।
পহেলা মে দুপুর ১২ ঘটিকা হইতে বিকাল ৫ পর্যন্ত স্থানীয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার শান্তির বাজারে ৪২০জন সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান আয়োজন করা হয় ,,
আয়োজনেঃবিসর্জন_পরিবার কোম্পানীগঞ্জ, সিলেট।।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুক মিয়া ও সত্যজিৎ মন্ডল।।
সিলেট জেলা থেকে আগত সেচ্ছাসেবক অভিজিৎ রায়, সাগর আহমদ, মুহিবুর রহমান সুয়েব।।
সংগঠনের যারা ছিলেন, প্রতিষ্টাতা সদস্যঃ১। জামাল উদ্দিন, ২।কিবরিয়া আহমেদ,৩। ছমরু মিয়া,৪। মোঃআলিম উদ্দিন,৫।নাজিম উদ্দিন ,৬।সাত্তার মিয়া,৭।মোঃসালাউদ্দিন,
৮। লিটন দাশ, মুসা ইব্রাহিম উজ্জল,৯।হাফিজ আশরাফ,,১০মোঃআফছার আহমদ,
১১।শাহ জাহান সাজু,১২।মোঃসুজন প্রমুখ।।