5:06 AM, 13 November, 2025

শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে -ডেপুটি স্পীকার

deputy spiker

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন,সুশিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না । উন্নত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, শিশুদেরকে সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে সরকার মানসম্মত শিক্ষা উপর গুরুপ্ত দিয়েছে। মানসম্মত শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত পরিবর্তন আনতে হবে। এজন্য শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং সকলকেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আজ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে উল্লা বাজার আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে মা, শিক্ষক, অভিভাবক সমাবেশে একথা বলেন। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ, সাঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাফরুল ইসলাম জুয়েল প্রধান শিক্ষক হোসেন আলী সহ শিক্ষক ও অভিভাবকসহ অন্যান্য ব্যক্তিরা।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ২০৪১ সালে এদেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে।