ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া - বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রীজের পাশে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া এলাকার তাজুল ইসলামের ছেলে ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ‘জনি ষ্টোর’র মালিক তাজুল ইসলামের বড় ছেলে শহিদুল ইসলাম রনি (৩০) ও ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের আব্দুর রউপ পাটোয়ারী বাড়ির সলিম উল্লাহ পাটোয়ারী’র বড় ছেলে মোঃ সরোয়ার্দি পাটোয়ারী নিক্সন (২৮)।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একরামুল হক জানান, আমার বাড়ি ঘটনাস্থলের একটু পাশে হওয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ শুনার সাথে সাথে আমি বাড়ি থেকে বের হয়ে ট্রাকের সামনে এসেই দেখি মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থা খুবই আশংকাজনক। দুই জনই তখন রাস্তার পাশে কাতরাচ্ছেন। তাৎক্ষণিকভাবে ছাগলনাইয়া থানার ২ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর ঘটনাস্থলে পুলিশ সহ স্থানীয়দের সহযোগীতায় বাইক আরোহীদের ছাগলানাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি। অপরদিকে বেপোরোয়া ট্রাক ড্রাইভারকে পুলিশ ট্রাকসহ থানায় আটক করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম