প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২১, ১০:৫২ পি.এম
দিনাজপুরের নবাবগঞ্জে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ

গত বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া এই ৬টি রোগে আক্রান্ত ২৩জন রোগীর মধ্যে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) করে মোট ১১,৫০,০০০/-(এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা) এর চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন সংসদ সদস্য(দিনাজপুর-৬) মোঃ শিবলী সাদিক। এসময় । উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, উপজেলা স্বস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজাহান আলী, ইউপি চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। ৬টি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা পেতে উপজেলা সমাজসেবা কার্যালয় এ যোগাযোগ করুন।এই সেবা পেতে কোনরকম টাকা পয়সা লাগে নাহ। তাই সকলকে অনুরোধ করবো, কারও দ্বারা প্রতারিত হবেন নাহ। সমাজসেবা কার্যালয় সর্বদা আপনাদের সেবা দিতে কাজ করে যাচ্ছে বলে তর্থ্যটি জানান নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম