আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাতে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধসহ যে কোন যৌন হয়রানি বন্ধ সংক্রান্ত আলোচনা সভায় এ সামাজিক ব্যাধি দূরীকরণে শিক্ষার্থীদের পাশাপাশি গ্রাম ও গঞ্জের সাধারণ মানুষ কে এ বিষয় গুলোর সচেতন মুলক শিক্ষা প্রদানে উপরে সরকারের সকল সেক্টরের সংশ্লিষ্ট ক্লাসমেন্ট এলাকায় কর্মরত সকলকে এ কাজ এগিয়ে আসতে হবে তাহলে চিরতরে এ ব্যাধি হতে মুক্তি পাওয়া সম্ভব। এসব কর্মকান্ডের মাধ্যমে এ ব্যাধি হতে জেলা তথা গোটা দেশেকে মুক্তি দিতে আপনাদের পাশে সর্বদা আছে বাংলাদেশ পুলিশ।
আজ ৩০ শে এপ্রিল মঙ্গলবার গাইবান্ধা পুলিশ লাইনে সদর থানার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধসহ যে কোন যৌন হয়রানি বন্ধ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মানবিক জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারি, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পারুল বেগম সাংবাদিক রিক্ত প্রসাদ আফরোজা লুনা, আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজহারউল মান্নান, সদর থানা ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার সহ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ এই আলোচনা সভায় ৩ শতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম