9:58 PM, 12 November, 2025

পাকুন্দিয়ায় কয়েক শতাধীক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

135659730_192295089272056_2227100137508079472_n

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আজ শনিবার সকালে অত্র সংগঠনের অফিস কার্যলয় সংলগ্ন হাদি সুপার মার্কেট মাঠে সংগঠনটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ কে এম লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পাকুন্দিয়া,কিশোরগঞ্জ । অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ কে এম লুৎফর রহমান বলেন, সরকারের পাশাপাশি এমন সামাজিক সংগঠন যদি শীতার্তদের পাশে দাঁড়ায় তাহলে কিছুটা হলেও শীতার্ত মানুষের কষ্ট লাগব হবে। হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন এমন মহৎ উদ্যেগকে আমি সাধুবাদ জানায়। তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমি ইউনিভার্সিটির প্রিন্সিপাল রশিদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হাজী জাফর আলী কলেজের প্রভাষক জনাব তরীকুল হাসান শাহীন , বিশিষ্ট সমাজসেবক জনাব রেজাউল করীম (বজলু), বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল হাকিম।

হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোহাম্মদ এনামুল হক মাস্টার এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের সভাপতি মাসুদুর রহমান মাসুদ , সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, দৈনিক যায়যায়দিন এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি জনাব হুমায়ুন কবির, জাগ্রত তরুণ সংঘের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল-আমিন ও দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জনাব ই. এ. মো: রাজন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো.মনির হোসেন কেরামত ও সাধারণ সম্পাদক মোকারিম হোসেন। এসময় অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *