3:30 AM, 13 November, 2025

সরকারের অর্থ সহায়তাপ্রাপ্তদের তালিকা প্রকাশের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির অবস্থান কর্মসূচী

Gaibandha PHOTO-01 (9)

সরকারের নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অনিয়ম, দলীয়করণ, লুটপাট বন্ধ, সহায়তা প্রাপ্তদের ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রকাশ, কৃষকের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত রেটে ধান ক্রয় ও নির্বাচিত কৃষকের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট, দারিয়াপুর কমিটির উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়। ১৯ মে মঙ্গলবার সকাল ১১টা বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বন্দরের চারমাথায় শারীরিক দূরত্ব বজায় রেখে সকলে ছাতা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমটিরি সভাপতিমন্ডলীর সদস্য  ও জেলা  সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শরীফ উল আনোয়ার সজ্জন, গাইবান্ধা সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, একদিকে করোনা ভাইরাস মহামারি বাড়ছে অন্যদিকে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরকারি ত্রাণ, সহায়তা লুটপাটের ঘটনা। সরকার অসহায় মানুষের জন্য নগদ টাকা মোবাইলে পাঠানোর যে কর্মসূচি হাতে নিয়েছে সেখানেও হরিলুট শুরু হয়ে গেছে। ২০০/৩০০ নামের পাশে একটি মোবাইল নম্বর দেয়া হয়েছে। চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মীদের আত্মীয় স্বজনদের নাম তালিকাভূক্ত করা হয়েছে। তারা দাবি করেন, যাদের নামে টাকা পাঠানো হয়েছে তাদের তালিকা প্রতিটি ওয়ার্ডে প্রকাশ্য স্থানে টানিয়ে দিতে হবে। সেই সাথে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ধান দেয়ার জন্য যে সকল কৃষক নির্বাচিত হয়েছে তাদের তালিকাও প্রকাশের দাবি করেন বক্তারা। বক্তারা আরো বলেন, এই সময়ে বেকার যুবকরা যারা টিউশনি, কোচিং করে জীবিকা নির্বাহ করছিল তারাও অনেক কষ্টে আছে তাদেরকেও সরকারি সহায়তা দেয়ার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *