11:35 PM, 12 November, 2025

করোনার সময়কালে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে সরকার এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে -ডেপুটি স্পীকার

IMG_20200517_194540

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড.ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা মোকাবেলা নিয়ন্ত্রণে সক্ষমতা দেখিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মঙ্গলের জন্য রাজনীতি শিখিয়েছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে বর্তমান সরকার এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ডেপুটি স্পীকার বলেন, দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য শষ্য উৎপাদনে সরকার সকল প্রকার সহযোগিতা দিবে। ইতিমধ্যে সরকার কৃষকদের মাঝে আগামী আউশ ও পাট চাষের জন্য প্রনোদনা দেয়া হয়েছে। তিনি ১৭ মে রোববার সাঘাটা উপজেলার আভ্যন্তরীণ বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধনকালে একথা বলেন। এসময় জেলা প্রশাসক মো: আব্দুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর মহিউদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার ভট্রার্চায্য সহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ। চলতি ইরি বোরো মৌসুমে সাঘাটা উপজেলায় ২ হাজার ৫শ ৯০ মেট্রিক টন ধান, ২ হাজার ৪ শ ৯৪ মেট্রিকটন চাল ও ১শ ৭২ মেটিকটন আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও এদিন বিকালে ফুলছড়ি উপজেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন , অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, সরকারি ভাবে ধান চাল ক্রয়ের ও উপজেলা নির্বাহী অফিসারের নির্মাণাধীন অফিসকক্ষের উদ্বোধন করেন।এরপর  এদিন বিকাল ৩ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *