12:35 AM, 13 November, 2025

হোসেনপুরে গণমাধ্যম কর্মীদের পিপিই দিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল কবির

received_723572531787163

করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের সুরক্ষার কথা চিন্তা করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদেরকে পিপিই দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপ কমিটির সাবেক সদস্য আনোয়ারুল কবির।

আজ শনিবার ( ১৬ মে) আনোয়ারুল কবির এর পক্ষে সাংবাদিক বদরুল আলম সাজন ও ওমর ফারুক খান জনি হোসেনপুর প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের কাছে পিপিই হস্তান্তর করেন।

এছাড়াও তিনি ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ছাত্রলীগকে জীবাণুনাশক স্প্রে মেশিন বিতরণ, উপজেলার নয় শত পরিবারকে খাদ্য সহায়তা, ছয় শত জনকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপ-কমিটির সাবেক সদস্য আনোয়ারুল কবির জানান, মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে হোসেনপুরে করোনাযোদ্ধা গণমাধ্যম কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে পিপিই দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে আমার এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *