গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে ৩০১ জন। জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবরে এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জনই রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। ১ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলায় গত ২৪ ঘন্টায়সহ সর্বমোট ৩০১ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৭, গোব্দিন্দগঞ্জে ১৪, সদরে ৩৪, ফুলছড়িতে ৭৭, সাঘাটায় ১২৪, সাদুল্যাপুর উপজেলায় ৪৫ জন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম