11:14 PM, 12 November, 2025

পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ১৯

22717773a858e759841f7951ce2af879-Panchagarh--

পঞ্চগড়ে নতুন করে আরো চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার দেবীগঞ্জ উপজেলায় তিন জন ও তেঁতুলিয়া উপজেলায় একজনসহ নতুন আক্রান্ত চারজনই ঢাকা ফেরত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
পঞ্চগড়ে এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এদের মধ্যে দেবীগঞ্জ উপজেলায় ছয়জন ও তেঁতুলিয়ায় পাঁচজন। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত জন।
শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, গত ১২ মে করোনা সন্দেহে ওই চারজনের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে শুক্রবার তাদের নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট ৭৪০ জনের নমুনা পরীক্ষায় ৭০৮ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্যসহ ১৯ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকী ১২ জন সেল্ফ আইসোলেশনে রয়েছেন। সবাই শারীরিক ভাবে সুস্থও রয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *