হোসেনপুরে সাংবাদিকের পিতা ইদ্রিস আলী মাষ্টার আর নেই

ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বৃত্তের বাইরে’ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রফিকুল ইসলাম আখন্দ এর পিতা ইদ্রিস আলী আখন্দ মাষ্টার (৮৮) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মেছেড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তিনি মৃত্যুকালে ৩ ছেলে, নাতি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার (১৩ মে) সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক হোসেনপুর বার্তা পত্রিকার সম্পাদক প্রদীপ কুমার সরকার ও হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, দৈনিক সংগ্রামের সংবাদদাতা ও দেশেরবার্তা২৪ ডট কম হোসেনপুর সংবাদদাতা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
