11:35 PM, 12 November, 2025

দিনাজপুর জেলায় নতুন ৯ জন করোনা শনাক্ত, মোট শনাক্ত- ৫০, সুস্থ-৬, মৃত-১

Photo

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে আজ ৯৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে।

এর মধ্যে ৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ,১ টি ফলোআপ ও  ৮৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন, মৃত ১ জন, সুস্থ ৬ জন।

নতুন করোনা শনাক্ত ৯ জন হলেন সদর-৩ জন (সদরের ঈদগাহ বস্তিতে বসবাসরত এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন এক গর্ভবতী নারীসহ মোট ৩জন সদরে), বীরগঞ্জ-৪ জন ( বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট ৪ জন), এবং বোচাগঞ্জে ২ জন ( বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার স্বামী এবং ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকসহ ২ জন)।

রবিবার  (১০ মে) দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর  জেলার ১৩টি উজেলার মধ্যে ১২ টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫০ জন,  মৃত ব্যক্তির সংখ্যা ১ জন, সুস্থ হয়েছে ৬ জন। আক্রান্তদের মধ্যে ৩৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে শিশুসহ ১৩ জন(সুস্থ ২ জন ),বিরলে ২,  নবাবগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ফুলবাড়ীতে ১ জন (সুস্থ), পার্বতীপুরে ৫ জন (সুস্থ ১ জন), বোচাগঞ্জে ৪ জন, ঘোড়াঘাটে ৪ জন,  কাহারোলে ৭ জন (সুস্থ ১ জন) , হাকিমপুরে ২ জন, চিরিরবন্দর ১ জন, বিরামপুর ৩ জন, বীরগঞ্জ ৪ জন।

রবিবার  (১০ মে) দিনাজপুর জেলার  অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ১১০৬ টি,  এ পর্যন্ত ১০৪০ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন, এর মধ্যে  মৃত ১ জন এবং  সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৬ জন (সদর ২, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১, পার্বতীপুরে ১,কাহারোল ১ জন )। তাদের  মধ্যে ৪০ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, হাসপাতালে রয়েছে ২ জন,মৃত্যুবরণ করেছেন ১ জন।

দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায়  হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২৪৬ জন।  বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৬৪০০ জনের মধ্যে ৪৪৬১ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩৯ জন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ২১৯ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ১৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *