6:57 AM, 13 November, 2025

অগ্নিদ্বগ্ধ মারিয়া এখন এইচ ডি ইউতে

received_413778662776713
শাহারিয়ার হুসাইন :   যশোরের ঝিকরগাছা উপজেলার   অগ্নিদ্বগ্ধ মারিয়াকে এখন এইচ,ডি,ইউতে নেওয়া হয়েছে জানালেন মারিয়ার মা মমতাজ বেগম। তিনি আরো বলেন, আমার মেয়ে নিজের হাতে খাবার তুলে খাচ্ছে আর আগের মত কান্না কাটি করছে না আমার মেয়ের জন্য সকলে দোআ করবেন। শনিবার(২৭/০৪/১৯ইং) রাতে মািরয়ার মা ঢাকা থেকে গ্রামের বাড়ী নায়ড়া বাজারে পৌছালে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেনের মেয়ে মারিয়া(৭)চুলার আগুনে অগ্নিদ্বগ্ধ হয়। দীর্ঘ ৬ মাস যাবৎ মারিয়া আর্থিক অনটনের কারনে বিনা চিকিৎসায় নিজ বাড়িতে ভূগতে থাকে। খবরটি সীমান্ত প্রেসক্লাব বেনাপোল সাংবাদিকদের নিকট পৌছালে সেখানকার সাংবাদিকবৃন্দ গত ২৪ তারিখ মারিয়াকে এম্ব্যুলেন্সে করে ঢাকায় পাঠায়। বর্তমানে মারিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে এইচ,ডি,ইউতে চিকিৎসাধীন রয়েছে। রক্ত শুন্যতা দেখা দেওয়ার প্রথম রক্ত প্রদান কারনে মেডিকেলে মারিয়াকে ভর্তির ব্যাপারে সহায়তা দানকারী আব্দুস সালাম খান স্বপন, এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান বেন্টু,এসিস্ট্যান্ট প্রফেসর অব প্লাস্টিক সার্জারী ডাক্তার হোসাইন ইমাম, সাবেক ছাত্রলীগ সহ-সম্পাদক বায়োজিত মাহামুদ, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাংবাদিকবৃন্দ এগিয়ে আসাতে  আমার মেয়ের সু-চিকিৎসা হচ্ছে বলে নায়ড়া বাজারে প্রকাশ্য মারিয়ার মা জানালেন। ঐ সময় ১০ নং শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান নেছার উদ্দীন ও সীমান্ত প্রেসক্লাব সাংবাদিকদের ধন্যবাদ জানালেন মািরয়ার মা।
মারিয়ার মা বলেন,আপনারা আমার মেয়ের চিকিৎসার জন্য সহযোগীতা করুন- বিকাশ নং ০১৭৩৩-৪৫৭৩৩১।
সোনালী ব্যাংক একাউন্ট নং- এ/সি- ২৩০২৮০১০২৪৪০৬