কিশোরগঞ্জেপাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে কিশোরগঞ্জেপাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন। “পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব” নামে একটি সংগঠন গত ২০২০ সালের ২ জানুয়ারি থেকে যাত্রা শুরু করেছে এ সংগঠনটি।
বৃহস্পতিবার (৭ মে) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি এম,এ হান্নান কে সভাপতি, বার্তাবাজার এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির কে সাধারণ সম্পাদক ও পিপল নিউজ ২৪. কম এর জেলা প্রতিনিধি কামরুল হাসান কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়। ঈশা খাঁ রোড পাকুন্দিয়া বাজারের থ্রীস্টার প্লাজার ২য় তলায় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান সোহেল।
উক্ত কমিটিতে সহ-সভাপতি দৈনিক বিজনেস ফাইল এর জেলা প্রতিনিধি আলমগীর হোসেন জনি, বার্তাবাজার এর স্টাফ রিপোর্টার শাহরিয়ার হৃদয় কে যুগ্ন-সাধারণ সম্পাদক, দৈনিক বজ্রশক্তির ক্রাইম রিপোর্টার আবু হানিফ কে কোষাধ্যক্ষ, দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু কে দপ্তর সম্পাদক, দৈনিক সকাল বেলার উপজেলা প্রতিনিধি সুলতান আফজাল আয়ুবী কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সাতকাহন এর নিউজ এডিটর এস কে রাসেল, এগ্রি নিউজ এর জেলা প্রতিনিধি আবুল হোসেন, (অনলাইন) শেখর টিভির মোকাররিম হোসেন, দৈনিক দেশের পত্র এর উপজেলা প্রতিনিধি ইন্জিনিয়ার আপেল মাহমুদ, সাপ্তাহিক শুরুক এর স্টাফ রিপোর্টার আজিজুল হক কে কার্যকরী সদস্য এবং দৈনিক এই আমার দেশ এর উপজেলা প্রতিনিধি সৈয়দুর রহমান সৈয়দ, পাকুন্দিয়া প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ইঞ্জিনিয়ার আরমান হোসেন, পিপল নিউজ ২৪. কম এর উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, মুক্তিযোদ্ধা কন্ঠের উপজেলা প্রতিনিধি মোহন মাহিম, দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকমের উপজেলা বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান কে সাংবাদিক সদস্য করা হয়।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান এর কাছে সংগঠনের কার্যকরি কমিটির তালিকা ও গঠনতন্ত্র হস্তান্তর করেন।
