6:37 AM, 13 November, 2025

পার্বতীপুরে মাটির নিচে মিললো ৫০৬ রাউন্ড গুলি

photo

দিনাজপুরের পার্বতীপুরে বসত বাড়ির মাটির নিচে মিলেছে ৫০৬ রাউন্ড বন্দুকের গুলি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছির বানিয়া বাজারের এক বাড়ি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারের মধ্যে রয়েছে থ্রি নট থ্রি রাইফেলের ৩৮৩টি, পিস্তলের ১২৩টি গুলি ও চার্জার ৪০টি।

গৃহীনি রুবী জানান , তার স্বামী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দেড় বছর আগে মারা গেছেন। তিনি স্থানীয় আ. ওয়াহাবের কাছ থেকে জায়গা কিনে ২০ বছর আগে বাড়ি করেছেন। বৃহস্পতিবার পায়খানা নির্মাণের জন্য দুইজন শ্রমিক লাগানো হয়। ২ ফুট মাটি খুঁড়তেই বন্দুকের গুলিগুলো পাওয়া যায়।

শ্রমিক হুমায়উন কবির বলেন. মাটি খুঁড়তে গিয়ে দুই জায়গায় গুলিগুলো পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো গুলিগুলো পুঁতে রাখা হয়ে থাকতে পারে। ওই জায়গার মালিক আব্দুল ওয়াহাবের এক ছেলে কামাল হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন।

পার্বতীপুর মডেল থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে জানা যাবে গুলিগুলো তাজা আছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *