প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২০, ৬:০৭ পি.এম
ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের কারণে ঘরে বসে থাকা দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতিরর উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ মাঠে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রানের প্যাকেট তুলে দেন ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতির সভাপতি নজমুল হুদা শাহ মো: এ্যাপোলো সহ সংগঠনের সদস্যরা। বিতরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কামাল, আরমান খান রানা, হামিদ, শামিম, আব্দুর রাজ্জাক প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা পরিবেশক সমিতির সভাপতি নজমুল হুদা শাহ মো: এ্যাপোলো এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে, এতে মানুষজন আরও অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে।
তারা আরও বলেন, আপনারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজের ঘরেই থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচানা। আমরা আবারো আপনাদের ঘরের দরজায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে থাকব। করোনাভাইরাসের কারণে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। তাই দিনমজুর থেকে শুরু করে অসহায় মানুষদের জন্য খাদ্যসামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।এ সময় ৩শ পরিবারকে ৫ কেজি চাল, ডাল, তেল, আলু, সাবান, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম