করোনা ভাইরাসের কারণে বিশ্বে মানুষ এখন আপনজনের পাশে থাকতে আগ্রহী । তারা ফিরছে নারী টানে বিদেশ ফেরত ও ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বড় বড় শহর থেকে আগত মানুষের নৌপথ সহ বিভিন্নভাবে গাইবান্ধায় ফিরেছে বর্তমানে গাইবান্ধায় এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ৫৬ জন সহ মোট ২ হাজার ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল গাইবান্ধা জেলা কে লক ডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়,গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ শুক্রবার করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগী ৫৬ জন বেড়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯০ জন। এছাড়া একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ্য হওয়ার পর পূর্ণরায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন, গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে দীর্ঘদিন অবস্থান করার পর সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছিলো এদের মধ্যে একজন আবারো আক্রান্ত হওয়ায় তাকে আইসলিসনে রাখা হয়েছে। এছাড়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর হাসপাতালে আইসলিসনে এখন রয়েছে ১২ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৩৬ জন । এ পর্যন্ত আক্রান্ত সন্দেহে স্যাম্পল কালেকশন করা হয় মোট ৩২১ টি । পরীক্ষার পর ফলাফল পাওয়া যায় ২৫৩ টির।
আরো জানা যায়,গাইবান্ধা জেলায় এ পর্যন্ত জি আর চাল বরাদ্দ পাওয়া গিয়েছে ৯৮৩.০০ মেট্রিক টন,মজুদ রয়েছে ২১২ মেট্রিক টন। জি আর ক্যাশ বরাদ্দ পাওয়া গিয়েছে ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, মজুদ রয়েছে ১২ লাখ ৯০ হাজার টাকা। শিশু খাদ্যের জন্য বরাদ্দ পাওয়া গেছে ১০ লাখ টাকা তার মধ্যে বিতরণ করা হয়েছে ৮ লাখ টাকা,মজুদ আছে ২ লাখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম