গাইবান্ধায় করোনা সন্দেহে ২৩ জন বৃদ্ধি পেয়ে কোয়ারেন্টাইনে ২০৩৪ জন

সিভিল সার্জন সুত্রে জানা যায়, গাইবান্ধা জেলায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত করোনা ভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জন। সর্বশেষ নতুন ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গ্রামে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮০ জন। এ পর্যন্ত আক্রান্ত ৪ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত অন্যান্য রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪৯, গোব্দিন্দগঞ্জে ৩৭৫, সদরে ৩৩৫, ফুলছড়িতে ৪২২, সাঘাটায় ৫২১, পলাশবাড়ীতে ২৬, সাদুল্যাপুর উপজেলায় ৩০৬ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে ।
