6:56 AM, 13 November, 2025

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

22-4-20

ঢাকার ধামরাইয়ে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগে ও পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের সহোযোগিতায় উপজেলার ১১২ জন দরিদ্র ও বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী ( ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু, ময়দা, চিড়া, মুড়ি, সাবান, ডাল ও মাস্ক) বিতরণ করা হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বিতরণকালে সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: জাহাঙ্গীর আলম বলেন “সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও দরিদ্র ব্যক্তি হলো প্রতিবন্ধী ব্যক্তিরা। করোনা ভাইরাস এর কারণে তারা তিন বেলা ঠিকমত খাওয়া দাওয়া করতে পারছে না। আমি মনে করি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *