মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আজ বুধবার(০৮-০৪-২০ইং) "করোনা" ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে জনগনকে ঘরথেকে বের হতে দিচ্ছেনা দৌলতপুর উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা ও টহল দিচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী ও দৌলতপুর উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার তাছলিমা মোস্তারী ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জুয়েল আহমেদ।
এ সময় মানুষ কে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেন ও বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর হতে বের না হয়, বলে ঘোষনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা মোস্তারী বলেন এ পযর্ন্ত করোনা ভাইরাসে দৌলতপুর হতে কেউ আক্রান্ত হয়নি তাই সবাইকে সরকারের আদেশ মেনে চলতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হতে পারবেন না। তিনি আরও বলেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।###
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম