11:14 PM, 12 November, 2025

দৌলতপুরে কর্মহীন ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ

07-04-2020 Manikgonj News Photo

বিশ্ব মহামারী “করোনা”(কোভিড-১৯) মোকাবেলায়  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা গ্রামে আজ (৭ মার্চ রোজ মঙ্গলবার) ৩ঘটিকার সময় গালা বাজারে ত্রাণ বিতরণ করা হয়।

বিশ্ব মহামারী “করোনা”(কোভিড-১৯) এর কারনে কর্মহীন ও ঘরে থাকা মানুষের পাশে দাড়ালেন,গালা এবং কাকরাইদ গ্রামের কয়েকজন কিছু সংখ্যকলোক ও প্রবাসীরা।

চায়ের দোকানদার, অটোবাইক চালক, দিনমুজুরসহ শতাধিক পরিবারের মাঝে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ মেছের আলী,  আঃ মজিদ, মোঃ খলিলুর রহমান, মোঃ নুরুল ইসলাম,  এ্যাডঃ মোঃ মহিদুর রহমান, মোঃ লুৎফর রহমান পিন্টু,মোঃ রফিকুল ইসলাম( রফিক) সাংবাদিকঃ মোঃ লিটন মিয়া, এস,এ, মন্টু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জিলাল, মোঃ শামছুল হক(সৌদিপ্রবাসী),  মোঃ আসলাম মির্জা(সৌদিপ্রবাসী),  মোঃ নজরুল ইসলাম আশিক (সৌদিপ্রবাসী)।

বরাদ্দকৃত ত্রাণের প্যাকেটে ছিল- ১০ কেজী মিনিকেট চাউল,  ১কেজী মসুর ডাল , ২কেজি আলু,১কেজি আয়োডিনযুক্ত লবণ, ও ১টি মাস্ক।

কর্মহীন মানুষেরা এই ত্রাণ পেয়ে তারা অনেকেই জানান সরকারী বরাদ্দকৃত ত্রাণের পাশাপাশি, সমাজের যারা আমাদের এমন দুর্দিনে অল্প পরিসরে হলেও আমরা খুবই উপকৃত হলাম।

অনেকেই জানান আমার ভাই সরকারিত্রাণ পেয়েছে, আমি পাইনি, তবে সমাজের এই তালিকায় আমি পেয়ে আমি খুবই উপকৃত হলাম, তাই আমি বলব এরকমের ত্রাণ দিয়ে যারা আমাদের পাশে দাড়িয়াছে আল্লাহ তাদের পরিবার সহ সবাইকে যেন নেক হায়াত দান করে।

এই কঠিন মুহুর্তে অটো-ভ্যান চালক মোঃ ময়ছের বলেন সংসারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি অামি অামার অায়ের টাকায় সংসার চলে অথচ অাজ প্রায় ১০/১২ দিন যাবৎ “করোনার” কারনে রাস্তায় লোকজন বা যাত্রীনেই অাবার নিজেও করোনার ভয়ে অটোগাড়ী চালাইনা, তাই এই সময়ে অামি এই ত্রাণ পেয়ে খুবই উপকৃত, অামি বলব অামিসহ শতাধিক পরিবার যারা অামরা এই ত্রাণ পেয়েছি তারা প্রতিটি পরিবারই রোজ খেটে খাওয়া মানুষ, তারা অামাদের মতো খেটে খাওয়া মানুষের পাশে যেন সবসময় থাকতে পারে।####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *