করোনাভাইরাস নামক বিশ্ব মহামারীতে যখন নিম্ন আয়ের মানুষগুলোর মাঝে হাহাকার বিদ্যমান করছে একটু খাবারের জন্যে। কে আসবে একটু খাবার নিয়ে তাদের কাছে। লোকলজ্জার ভয়ে কারোর দরজায় পা ফেলতে পারছে না। সময়ের সেই ক্রান্তিলগ্নে পাশে দাঁড়িয়েছে মানবতার সেবক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখা। করোনাভাইরাস এর করুণ আঘাতে যখন নিম্ন আয়ের মানুষের মুখে আহার জুটছে না ঠিক সেই সময়েই এক মহতী উদ্যোগের মাধ্যমে আজ (সোমবার) সকালে পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে পাকুন্দিয়া বাজারে অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রত্যেক অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক ব্যক্তিগণ ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১টা করে লাইফবয় সাবান জাতীয় খাদ্যসামগ্রী পেয়ে অত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম