হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাধীন সিদলা ইউনিয়নের চৌদার গ্রামের (পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক) মোঃ মফিজ উদ্দিন মাষ্টারের ছোট ছেলে স্পেন প্রবাসী শাহ্ ওমর মোহাম্মদ আহাদ মিয়ার আর্থিক অনুদানে ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে তারই উত্তরসূরি ভাতিজা হোসেনপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জনাব এস এম নাজমুল আলম পলাশ এবং তার ভাই ভাতিজারা।
করোনা ভাইরাস মহামারীতে বিশ্ব আজ আতঙ্কিত, পুরো পৃথিবীই আজ থমথমে। এই ভাইরাসের প্রভাবে ঘরবন্দী জীবন যাপন করছে বিশ্বের প্রায় সকলেই। বাদ যায়নি বাংলাদেশও, করোনা পরিস্থিতি সামাল দিতে এদেশেও চলছে জরুরি অবস্থা।সরকারের এই নীতিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঘরবন্দী খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, অসহায় হতদরিদ্র, নিম্নবিত্ত পরিবার ও ছিন্নমূল মানুষ দুর্বিষহ দিন যাপন করছে। দিন এনে দিনে খায় এমন মানুষ গুলো সরকারের আইন মেনে নিয়ে চলতে এবং নিজেকে সুস্থ রাখতে ঘরে বসে থাকতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নিম্ন আয়ের মানুষ গুলো পড়েছে অনেক বিপাকে।তারা কর্ম বিরতিতে হয়ে গেছে অসহায় ও দিশেহারা। ঠিক এমন এক সংকটময় পরিস্থিতিতে কিশোরগঞ্জের হোসেনপুরে গরিব অসহায় খেটে খাওয়া ও গৃহ বন্দী মানুষ গুলোর পাশে দাড়ালেন স্পেন প্রবাসী শাহ ওমর মোহাম্মদ আহাদ।
আজ শুক্রবার বিকাল ৩টায় হোসেনপুর সিদলা ইউনিয়নের চৌদার গ্রামের পিতলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন মাস্টারের ছেলে বিশিষ্ট সমাজ সেবক শাহ্ ওমর মোহাম্মদ আহাদ নিজ অর্থায়নে ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। খেটে খাওয়া অসহায় সাধারণ মানুষের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন আহাদের ভাতিজা হোসেনপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এস এম নাজমুল আলম পলাশ এবং তার ভাই ভাতিজারা।
এই খাদ্যসামগ্রী তালিকায় ছিল জনপ্রতি ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি তেল, ২কেজি ডাল, ১কেজি পেয়াজ ও ১কেজি লবণ।
শাহ্ ওমর মোহাম্মদ আহাদ মিয়া দেশেরবার্তাকে জানান, ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম নাজমুল আলম পলাশ এর মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন এই সংকটময় পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে তাদের পাশে থাকতে চাই।
এস এম নাজমুল আলম পলাশ বলেন,আমি চাচার নির্দেশমতে অসহায় মানুষের বাড়িতে ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
শাহ্ ওমর মোহাম্মদ আহাদ আরও বলেন,আমি কিছু খাদ্যসামগ্রী বিতরণ করছি সেটা আমার করুণা নয়,আমি একজন বিত্তশালী হিসাবে গরিব ও অসহায় মানুষের প্রতি রয়েছে আমার কিছু দায়িত্ব।তাই আমি আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করছি।আল্লাহ্ পাক আমাকে কবুল করুন।
তিনি আরও বলেন দানের বিষয়টি আমি গণমাধ্যমে প্রচার করতে ইচ্ছুক নই।শুধু দেশের সকল বিত্তবানদের উৎসাহিত করার জন্য তা করছি। আমার মতো আরও অনেক বিত্তবান ব্যক্তিগণ দেশে রয়েছেন এমন সংকট মুহূর্তে সবাই এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানোর একটি বিশেষ সময়, কারণ মানুষ মানুষের জন্য। মানব সেবা বড় সেবা এর উপরে আর কোন সেবা নেই।তিনি সমস্ত দেশ বাসির উদ্দেশ্যে এই মহামারী করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে আল্লাহ্ পাকের দরবারে প্রার্থনা করেন এবং তিনি তার পরিবারের সবার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম