12:35 AM, 13 November, 2025

কি‌শোরগঞ্জ এর হোসেনপুরে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশ‌নের মাস্ক ও গ্লাভস বিতরণ

20200331_182837

‌কি‌শোরগঞ্জ জেলার হোসেনপুরে ক‌রোনা ভাইরাসের সংক্রমণ রো‌ধে সাধারন মানু‌ষের মা‌ঝে জনস‌চেতনতা সৃ‌ষ্টি ও মাস্ক, গ্লাভস, ক্যাপ বিতরণ ক‌রে‌ছে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন কি‌শোরগঞ্জ শাখা।

বি‌কে‌লে জেলা শাখার সভাপ‌তি এস এম মিজানুর রহমান মামুন ও সদস্য সাইফ শাহ্ র নেতৃ‌ত্বে পিতলগঞ্জ বাজা‌র ও আশপাশ এলাকার জামে মসজিদ, বাজার, যাতায়াত যাত্রীবাহী যানবাহন অটো, সিএনজি, পিকআপ, ভ্যান ও মোটরসাইকেলে স্প্রে ছিটানু হয়। বাজার ব্যাবসায়ীদের মাঝে সার্জিক্যাল মাস্ক ও ক্যাপ বিতরণ করা হয়।

সেই সা‌থে অপ‌রিচ্চন্ন স্থান ও যানবাহ‌নে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।

উক্ত কার্যক্র‌ম প‌রিচালনায় কাজ ক‌রে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন কি‌শোরগঞ্জ জেলা শাখা ও হোসেনপুর উপ‌জেলা শাখার বেশ কিছু তরুন স্বেচ্ছা‌সেবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *