কিশোরগঞ্জ এর পাকুন্দিয়ায় ষোলোআনা ফাউন্ডেশনের মাস্ক ও গ্লাভস বিতরণ

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারন মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক, গ্লাভস, ক্যাপ বিতরণ করেছে ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ শাখা।
বিকেলে জেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিমেল এ নেতৃত্বে সুখিয়া বাজার ও আশপাশ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়াও দোকান ও ফার্মেসীর সামনে নিরাপদ দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে রং দিয়ে দাগ কেটে দেওয়া হয়। সেই সাথে অপরিচ্চন্ন স্থান ও যানবাহনে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনায় কাজ করে ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা ও পাকুন্দিয়া উপজেলা শাখার বেশ কিছু তরুন স্বেচ্ছাসেবকরা।
