গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতাকল্পে ২৫ মার্চ বুধবার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশে পলাশবাড়ী থানা অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম পলাশবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনবহুল স্থানে লিফলেট ও মাস্ক বিতরণ করেন এসময় মাসুদুর রহমান করোনা ভাইরাস প্রতিরোধে অযথা বাড়ী বাহিরে ঘোড়া ফেরা না করা ও কোন জনসমাগমে না থাকার অনুরোধ করেন । তিনি আরো বলেন জনসমাগম রোধে কেউ যদি সরকারের আদেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা । এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি মেরিনা আফরোজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ আজাদুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম