রাত পোহালেই গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচন

রাত পোহলেই শুরু হবে ভোট গ্রহন । ভোট গ্রহনের দিন করোনা ভাইরাস রোধে ও সচেতনতায় নির্বাচন কমিশন বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে গাইবান্ধা ৩ আসনের উপ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। আসনটির দুই উপজেলা নির্বাচন অফিস থেকে আজ ২০ মার্চ দুপুর হতে কেন্দ্রে গুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম । দেশের ভিতর এ আসনটিতে সবচেয়ে বেশী আলোচিত একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২১ মার্চ।
নির্বাচনে ১৩২ জন প্রিজাইডিং অফিসার,৭৮৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার,১৫৭২ জন পোলিং অফিসারসহ আনসার,গ্রাম পুলিশ,পুলিশ,র্যাব বিজিবি ও বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও মোবাইল কোট পরিচালনায় থাকছেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপনির্বাচনে ভোট গ্রহনে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌছানোর পর পলাশবাড়ী উপজেলা নিবাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাহানুর আলম জানান,পলাশবাড়ী উপজেলার সকল কেন্দ্রে ভোট গ্রহনকারী ও সরঞ্জামাদি পাঠানো হয়েছে। রাত পোহালে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে আশা করি আমরা বাংলাদেশ কে একটি অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো। তিনি আরো জানান,নির্বাচনে করোনা ভাইরাস সতর্ক থেকে করনো রোধে নির্বাচনে ভোট গ্রহনের সময় কেন্দ্রে হ্যান্ড ওয়াস,সাবান পানি ,টিসু,সহ সচেতনতায় থাকবে পোস্টার লিফলেট এর ব্যবস্থা থাকবে। ভোটারা নির্বিগ্নে ভোট কেন্দ্র যেতে পারবেন ভোট প্রয়োগ করে বাড়ীতে ফিরবেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাচন সহায়ক কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক ।
