কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত মানুষজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় এ পর্যন্তমোট ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই দুবাই ও সৌদি ফেরত বিদেশী বলে জানা যায়।
এদিকে, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। বিশেষ ব্যবস্থায় ট্রাইজরুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ইতোমধ্যে দেয়া হয়েছে প্রশিক্ষণ। সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের থুথু ও কফ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন মো: হাবিবুর রহমানের সাথে মুঠো ফোনে জানান, আগের ২১ জন সহ মোট ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে রৌমারীর একজন প্রথম অবস্থায় হোম কোয়ারেন্টাইনে থাকতে না চাইলে তাকে নিজের ও পরিবারের কথা ভেবে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সকলকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং সকলকে সচেতন হওয়ার আহŸান জানিয়েছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম