9:13 AM, 13 November, 2025

মুরাদনগরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ  ও ম্যুর‌্যাল উদ্বোধন

IMG_20200317_215259

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বণি শেষে উপজেলা পরিষদে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুণ আল রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত পুলিশ সপার মুরাদনগর সার্কেল জাহাঙ্গীর আলম, মুরাদনগর থানার ওসি এ.কে.এম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন প্রমুখ।
পরে দেশ ও জাতির শান্তি কামনাসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে নৃসংশ ভাবে খুন হওয়া শহীদ পরিবারবর্গ এবং আত্বীয় স্বজণের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আ.ন.ম জসিম উদ্দিন ভুইয়া।
উপজেলা পরিষদে ঢুকতেই হাতের ডান পাশে চোখ ফিরালেই ম্যুরালটি প্রতিয়মান। দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু ম্যুরালটি উপজেলা পরিষদের সমৃদ্ধ এক ধাপ বাড়িয়ে দিলেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিকসহ নানান শ্রেণি পেশার মানুষ ম্যুরালের পাশে দাঁড়িয়ে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোষ্ট করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৬ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। যার দৈর্ঘ্য ১২ ফুট ৮ ইঞ্চি ও প্রস্ত ৪ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ১৩ ফুট ৯ ইঞ্চি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *