11:14 PM, 12 November, 2025

মুজিব জন্মশতবর্ষে প্রথমক্ষণে গাইবান্ধায় সরকারি হাসপাতালে জন্ম নিলো আলো

17-3-2020 alo news

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মুজিব জন্ম শতবর্ষের শুভ ক্ষণ ১৭ মার্চ রাত ১২টা এক মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফুটফুটে কন্যা শিশু জন্ম গ্রহন করেছে। চিকিৎসক শিশুটির নাম রাখলেন আলো। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল তত্বাবধানে সিজারের মাধ্যমে শিশুটি জন্ম গ্রহন করে।

ডাঃ মজিদুল ইসলাম জানান,মুজিব জন্মশতবর্ষের এই শুভ ক্ষনে যেহেতু শিশুটি জন্ম গ্রহন করেছে। তাই শিশুটি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শে বেড়ে উঠবে এবং বড় হয়ে সমাজে মুজিব আদশের্র উজ্জল আলো ছড়াবে। তাই শিশুটির পিতা মাতার সম্মতিতে নাম রাখা হয়েছে আলো। শিশুটি জন্ম গ্রহনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই দিনটি স্মরনিয় হয়ে থাকবে।তিনি আর জানান,সদ্য জন্ম নেয়া শিশুটি ও তার মা সুস্থ্য রয়েছে। সদ্যজন্মনো শিশুটির পিতা মাতা উপজেলার কোচারশহর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা রেখা বেগম ও ইবনে সাউদ দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *