গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ঐতিহ্যবাহী ভরতখালী রেল ষ্টেশন পুনরায় চালু ও তিস্তামুখ ঘাট হয়ে বোনারপাড়া জংশনে পর্যন্ত সংযোগ ট্রেনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ ১৪ মার্চ শনিবার সকালে সাঘাটার ভরতখালী পুরাতন রেলষ্টেশন চত্ত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নিয়ে এই দাবী করেন। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, জেলা পরিষদ সদস্য শামছুজ্জোহা,ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আজাদ শীতল।
মানববন্ধনে বক্তারা দ্রুত ঐতিহ্যবাহী ভরতখালী রেল ষ্টেশন পুনরায় চালু ও তিস্তামুখ ঘাট হয়ে বোনারপাড়া জংশনে পর্যন্ত সংযোগ ট্রেনের দাবী বাস্তবায়নের দাবী জানান।
উল্লেখ্য,শত বছরের এই ট্রেন লাইন দিয়ে ট্রেন সার্ভিস চালু হলে ঢাকাসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগে গাইবান্ধা, বগুড়া, জামালুপুর, ময়মনসিংহ অঞ্চলের হাজার হাজার মানুষের যোগাযোগ সুবিধা বাড়বে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম