ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে এক ব্যতিক্রমী সাইকেল র্যালি বের করেছে স্কুলের ছাত্রীরা।
আজ রোববার দিবসটি উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা শেষে মেয়েদের একটি সাইকেল র্যালি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে ও দাতা সংস্থা ডিয়াকোনিয়া-বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভায়
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার সভাপতি বিউটি রানী বিশ্বাস, সমন্বয়কারী সাদেকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম