পঞ্চগড়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

পঞ্চগড়, প্রতিনিধি:
কর্তব্যরত অবস্থায় নিহত ৭ পুলিশ সদস্যদের স্মরণে পঞ্চগড়ে যথার্যোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াম ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালীতে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনসহ পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন।র্যালী শেষে পুলিশ লাইন্স মাঠে বেদীতে কর্তব্যরত অবস্থায় নিহত ৭ পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান সহ নিহত পুলিশ সদস্যদের পরিবার। পরে পুলিশ লাইন্স মাঠের ড্রিলসেটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে নিহত ৭ পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
