আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ আজ ২৫ ফেব্রয়ারী মঙ্গলবার স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে শুরু হযেছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) যুগ্ম সচিব মোঃ ইলিয়াস ভুইয়া এবং বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোয়াফেল আহমেদ খান।
গাইবান্ধা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। প্রথমদিন প্রশিক্ষণ পরিচালনা করেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমস এর প্রদায়ক জুলফিকার আলি মাণিক ও পিআইবি’র কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। প্রশিক্ষণের প্রথম দিনে অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের মৌলিক বিষয় এবং অজানা বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে জেলার কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা ও মানসম্পন্ন অনুসন্ধানমূলক প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম