2:20 AM, 13 November, 2025

পঞ্চগড়ের ফুলেল ভালবাসায় সিক্ত শরিফুল

FB_IMG_1581602963898

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকার প্রত্যন্ত অ লে বেড়ে ওঠা বিশ্বকাপ জয়ী বা-হাতি পেসার শরিফুল আজ বৃহস্পতিবার সৈয়দপুর বিমানবন্দরে দুপুরে পৌছালেও সেখানকার আনুষ্ঠানিকতা শেষে গাড়ী বহর নিয়ে বিকেল ৩ টায় নিজ গ্রামের বাড়ি দেবীগঞ্জের মৌমারীতে পৌছালে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন সর্বস্তরের মানুষ।

শরিফুলকে একনজর দেখার জন্য তার এলাকায় হাজারো মানুষের ঢল নামে।প ুরো এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় লোকজন জানায় আমরা শরিফুলকে ফুল দিয়ে বরণ করে নিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। সে আমাদের এলাকার সন্তান। সে দেশের জন্য যে এত বড় উপহার নিয়ে এসেছে ভাবতেই গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে।

শরিফুল জানান আমি এলাকায় আসায় পর মানুষের ভালবাসা পেয়ে খুব খুঁশি। আসলে আমরা ফাইনাল খেলার মনমানসিকতা নিয়ে সাউথ আফ্রিকা গিয়েছিলাম। আজ দেশের জন্য ভালো কিছু করতে পেরে খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন জাতীয় দলে গিয়ে দেশের জন্য এভাবে আবারও কিছু করতে পারি।