2:18 AM, 13 November, 2025

ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধার ৬৩ রোহিঙ্গা

troller_0

অবৈধ পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার সেন্ট মার্টিন উপকূলে ডুবে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। কোস্টগার্ড তাদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের বেশিরভাগই রোহিঙ্গা নারী। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড সূত্র জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আরো হতাহতের আশঙ্কা করছেন তারা।

জানা গেছে, শতাধিক রোহিঙ্গা নিয়ে গতকাল ১০ ফেব্রুয়ারি, সোমবার গভীর রাতে টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে দুইটি ট্রলার। আজ ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্ট মার্টিন উপকূলের কাছে পাথরে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়।

পরে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ পর্যন্ত তারা ৬৩ জন জীবিত ও ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই রোহিঙ্গা নারী।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সূত্রে জানা যায়, কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে তারা দালালদের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলেন।

এ সংবাদের নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস।

তিনি জানিয়েছেন, ডুবে যাওয়া ট্রলারের বেশিরভাগই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে।