বারকোনা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন ডেপুটি স্পিকার

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া বারকোনা উচ্চ বিদ্যালয়ে আজ ২১ এপ্রিল রবিবার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন ও সংম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের ডিপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম পি।
অত্র শিক্ষা প্রতিষ্ঠনের সভাপতি মাহবুবার রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, ভাইস চেয়ারম্যান, আরো উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর ও স্থানীয় গণমান্য অন্যান্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মানোনা ক্রেষ্ট দেওয়া হয়। এসময় শিক্ষক শিক্ষার্থীরাসহ অভিভাবকগণ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
