1:25 PM, 13 November, 2025

নবাবগঞ্জে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

received_175831080408175

এম এ সাজেদুল ইসলাম (সাগর):

দিনাজপুরের নবাবগঞ্জে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায়  উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে  প্রতিযোগিতায় নবাবগঞ্জ মহিলা ডিগ্রিী কলেজ প্রথম, দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ দ্বিতীয়,ও ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অধিকার করেন ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, মজিদনগর কারিগারি কলেজের অধ্যক্ষ বিপ্লাব কুমার সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।