
জানা যায় , গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে অবস্থিত সম্রাট ভেরাইটিজ স্টোরের সত্বাধিকারী জালাল আহমদ চৌধুরী প্রতিদিনের ন্যায় দোকান খুলে ব্যাবসা পরিচালনা করছেন। দুপুর ১ টার দিকে টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পান জালাল আহমদ চৌধুরী । তিনি মানি ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ও বিভিন্ন ব্যাংকের চেক এবং জরুরী কাগজ দেখে মানি ব্যাগের প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে তিনি ব্যার্থ হন। পরে বিভিন্ন লোকজনদের সাথে যোগাযোগ করে ও তাদের সহযোগিতায় মানি ব্যাগের প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করতে সক্ষম হন।
তিনি মুঠোফোনে যোগাযোগ করে প্রমাণ সাপেক্ষে মানি ব্যাগের প্রকৃত মালিক গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারের ইমা ট্রেডার্সের সত্বাধিকারী মুহিবুর রহমান ফারককে মানি ব্যাগ ভর্তি টাকা গুলো ফিরিয়ে দেন।
এতোগুলো টাকা কিভাবে রাস্তায় ফেলে গেলেন প্রশ্নে ব্যবসায়ী মুহিবুর রহমান ফারক জানিয়েছেন, ‘দোকান বন্ধ করে ওই দিন ডাক্তার দেখাতে সিলেটের উদ্দেশ্য যাওয়ার পথে ব্যাগটি রাস্তায় পড়ে যায়। সিলেটে গিয়ে দেখি পকেটে ব্যাগটি নেই। রাস্তায় অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু কোথাও খুঁজে পাইনি। ’
তিনি আরও বলেন, টাকাগুলো এভাবে ফিরে পাবো ভাবিনি। আজ জালাল চৌধুরীর মতো মানুষ আছে বলেই আমি মানি ব্যাগটি ফিরে পেয়েছি। আমি হৃদয় থেকে জালাল চৌধুরীকে ধন্যবাদ জানাই।
মানি ব্যাগ ফিরিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ রুবেল আহমদ, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফাহাদ হোসাইন, সাংবাদিক সুলতান আবু নাসের।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম