প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২০, ১২:১৯ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেলেন দেবিদ্বারের রিপা আক্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী গতকাল ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদের কাছ থেকে এই স্বর্ণপদক গ্রহণ করেন পদকপ্রাপ্তরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডঃ মোহাম্মদ আবু তাহের বলেন, রাষ্ট্রপতি স্বর্ণপদকজয়ীরা শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার গোপালনগর গ্রামের বাসিন্দা মোসাঃ রিপা আক্তার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়ালেখায় তার অদম্য উৎসাহ ও সহযোগিতা যুগিয়েছেন তার বড় ভাই মোঃ জহিরুল ইসলাম মাস্টার এবং তার পিতা মোহাম্মদ ফরিদ উদ্দিন।
স্বর্ণপদকপ্রাপ্ত রিপা আক্তার এর পিতা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার বড় ভাই গোপাল নগর উচ্চ বিদ্যালয় ব্যবসায় বিভাগের একজন শিক্ষক। পড়ালেখায় সফলতার ব্যাপারে তার পরিবার এবং বড় ভাইয়ের সহযোগিতার কথাই প্রথমে স্মরণ করতে চান এবং তিনি বিশ্বাস করেন, তাদের সহযোগিতার ফলশ্রুতিতে এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়ায় তিনি বলেন, পড়ালেখার প্রতি আমি ছিলাম নিষ্ঠাবান, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমি আমার আশানুরূপ ফলাফল অর্জন করতে পেরেছি। আমি এই পদক পেয়ে অনেক খুশি হয়েছি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আমি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম